অন্ধকার দূর আকাশ ছায়াপথ জুড়ে তারা
একলা চাঁদ পূর্ণিমায় মেঘগুলো দিশেহারা
বৃষ্টি আয় এই সময় ভিজে যাক সারামন
ঘাস-লতায় ছড়িয়ে যাক ভালোলাগা শিহরণ।।
ডেকে ডেকে পাখি হয়রান এখন গিয়েছে থেমে
জ্বলে জ্বলে ওঠে জোনাকি অন্ধকারের প্রেমে।।
বৃষ্টি আয় এই সময় ভিজে যাক সারামন…
ঝিরি ঝিরি বায়ু বয়ে যায় গাছের পাতারা দোলে
ছায়া ছায়াময় এ মায়ায় কবিরা নিজেকে ভোলে।।
বৃষ্টি আয় এই সময় ভিজে যাক সারামন…