সেলাই করা বুকের কাপড় ফেড়ে
বনের পাখি মেললি ভিষণ ডানা
ওড়ার সুখে আনন্দে আটখানা!
আকাশ তোকে বললো কিছু নীলচে আচল নেড়ে?
নাকি কেবল শুধু-
মিথ্যে মেঘের চতুর আনাগোনায়
ভুললি কোমল বুকের এ আর্দ্রতা?
সেলাই করা বুকের কাপড় ফেড়ে
বনের পাখি মেললি ভিষণ ডানা
ওড়ার সুখে আনন্দে আটখানা!
আকাশ তোকে বললো কিছু নীলচে আচল নেড়ে?
নাকি কেবল শুধু-
মিথ্যে মেঘের চতুর আনাগোনায়
ভুললি কোমল বুকের এ আর্দ্রতা?
মন্তব্য করুন