কিসের আলো লেগে উঠলো জেগে কায়া, উঠলো জেগে মন।
জগত মনে হলো স্বপ্নশতদল, কুহককাঞ্চন।।
দুচোখে লেগে আছে শুধুই সুন্দর, শুধুই অনাবিল।
গদ্যকবিতারা ধরেছে বুকে ফের ছন্দ আর মিল।।
রাত্রি হলো শেষ, প্রভাত চারদিকে এবং শুভ্রতা।
ফুলেরা জেগে উঠে ছড়ায় সৌরভ, পাখিরা সুরকথা।।
যে-আলো চোখে মেখে ত্রিকাল দেখেছিল হোমার-সফোক্লিস।
সজিনাগাছে আজ সে-আলো পান করে দোয়েল দেয় শিশ।।
বাতাস নাচে ডালে, পাতায় বোদ্দুর, রৌদ্রে মহাকাল।
লেগেছে ঘোর চোখে, সবুজ দেখি সব যা ছিলো জঞ্জাল।।
শরীর ওড়ে, সাথে মনও উড়ে যায়, যেন বা বুনো হাঁস।
মিথ্যে নয় এই কাব্যগান আর প্রাণের উল্লাস।।
১৯.১.২০১৬ সিরাজগঞ্জ