চাইলেই এই রঙ
তুমি বদলে ফেলতে পারো
চাইলেই শাদা ক্যানভাস
নেই রঙ; নেই কারো।।
বহুদূর বহুদূরে
কারো স্বপ্ন ছিলো জমা
জমা সেই স্বপ্ন মেঘের
ছিলো বৃষ্টি প্রিয়তমা।।
মেঘ বৃষ্টি পেলোনা
বাধলোনা সংসারও-
হাতের রেখা মেপে চলেনা মন
হঠাৎ কোন পথে হাঁটে কখন;
কেউ বলতে পারে না
সেই সাধ্যও নেই কারো-
বহুসুর বহুসুরে
এই কাব্য যাবে গাওয়া
সাজানো শব্দগুলোর
যাবে অর্থও খুঁজে পাওয়া।।
সেই অর্থ জোছনায়
ঘনিভূত হয় আরো-