যাচ্ছে আকাশ মেঘলা হয়ে
যাচ্ছে বাতাস ধোঁয়ায় ভরে
যাচ্ছে সাগর রোদ্রে পুড়ে
যাচ্ছে পাখির পালক ঝরে।।
যাচ্ছে যাচ্ছে যাচ্ছে মরে
আ.. আ…স্বপ্নগুলো….
এই পথ যাবে না সুখের দরজাতে
এই পথে কেউ নেই বেলি ফুল হাতে
এই পথ জাগে না স্বপ্নীল রাতে
ভিজবে না কখনো নীল-জোছনাতে।।
যাচ্ছে এ পথ, পথের মানুষ
মিথ্যে মায়ার এক চশমা পরে-
এই পথে অর্থ অনর্থে মেতেছে
এই পথে স্বার্থ মাকড় জাল পেতেছে
এই পথ দেখেনা জোনাকি, সেতারা
শরীর বোঝেনা এ মনের ইশারা।।
যাচ্ছে এ পথ, পথের মানুষ
মিথ্যে মায়ার এক চশমা পরে-