জীবন কাটতো সাদামাটা বর্ণবিহীন,
চালচুলোহীন, বাউন্ডুলে যেমন করে
ঘুরে বেড়ায়, আমার তেমন পথে-ঘাটে-স্টেশনে
অলস ধূসর সময় যেত অকারণে।
নাই কোন কাজ, নাই কোন সাজ, ধুলো শুধু দুই চরণে।
হঠাৎ কেমন যেন হয়ে গেলো জীবন আমার
অঙ্গার হওয়া অন্তর এখন উর্বর সবুজ শ্যামল
শুকনো বিলে জল থৈ থৈ মাছের আনাগোনা
দীন ভিখেরির হঠাৎ রাজা হওয়া
শূন্য খাতায় ভরে ওঠে অযুত কাব্যসোনা।
এসব কিছু হওয়ার মূলে তুমিই শুধু
জীবন ভরে দিলে আমার স্বপ্নমাখা আলোয়,
দিনে আমার সূর্য জ্বলে, রাতের বেলা পূর্ণিমা চাঁদ
আলোকিত জীবনে আজ গতি এবং প্রাণের আবাদ।
বন্ধু, তুমি, যেও না তাই আমায় ছেড়ে
জীবন থেকে জীবন তবে ভাগ্য নেবে কেড়ে।
মন্তব্য করুন