প্রেরণা / সাইফ আলি

এমন কি কবিতার ছবক
আচলের গিট খুলে দিয়েছিলে পায়রার ঝাকে
একসাথে ডানা মেলে উড়ে গেলো
কিছুতেই ফেরানো গেলোনা-

এখানে আপনার মন্তব্য রেখে যান