বুড়ো কবুতর…
বুড়ো কবুতর…
কার্নিশে বসে একা
দেখছে আকাশ নীলের ভেতর শাদা;
সহজ সরল নয়তো কিছু
লাগছে জটিল ধাঁধা।।
শূন্য খোপে দুঃখ পোষে
দুঃখ খোঁজে মেঘ একলা বসে
মেঘলা আকাশ বৃষ্টি ভিজে
কান্না নামায়; বানায় কাদা-
সহজ সরল নয়তো কিছু
লাগছে ভীষণ জটিল ধাঁধা।
বুড়ো কবুতর ডানা মেলবার
ঝাপসা চোখে ফের স্বপ্ন সাজায়
স্বপ্নগুলো অন্যরকম
রক্তে রন্ধ্রে তুমুল বাজায়-
বুড়ো কবুতর…
বুড়ো কবুতর…
কার্নিশে বসে একা
মেললো ডানা, তরুণ উড়াল;
নতুন আকাশ দেখা-
দেখছে আকাশ নীলের ভেতর শাদা;
দুচোখ তার অন্যরকম স্বপ্ন দিয়ে বাঁধা।।