সর্ষে খেতগুলো হলদে শাড়ি পরে দাঁড়িয়ে থরথর
সর্ষেফুল হয়ে পোহায় রোদ্দুর আমার অন্তর
আমার অন্তর পোহায় রোদ্দুর সর্ষেফুলে ফুলে
যে-ফুল ঝিরঝিরে বাতাস লেগে ওঠে পুলকে দুলে দুলে
মধুপ দল বেঁধে বেড়ায় উড়ে উড়ে, কুড়ায় অমৃত
তার পরশ পেয়ে তনু ও অন্তর মিষ্টি, সুবাসিত
অমরাবতী বুঝি এসেছে নেমে, ঘ্রাণে ভরেছে দশ দিক-
কে গায় গান বনে? তাবৎ পাখি আজ বসন্তের পিক
২১.২.২০১৬ সিরাজগঞ্জ