সুখী কাগজের ভূমিকায় তুমি নানা রঙে ওঠো সেজে,
মৃদু বাতাসেই কণ্ঠ তোমার নানা সুরে ওঠে বেজে।
সুখী মানুষের তকমাটা তবু কপালে জুটলো না;
আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না।।
সুখী মানুষের দশ তলা বাড়ি, এসি গাড়ি নাকি থাকে
কোলের ভেতরে জাপটিয়ে নাকি টাকার বালিশটাকে
তারা ঘুমোয়; তাদের ঘুম হয়!? সেকি জেগেই উঠলো; না!?
আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না-
সুখী মনুষের ডাইনিং জোড়া বাহারি খাবার ঢাকা
তার পাশে ওটা ওষুধের ঝুড়ি যত্নেই আছে রাখা
প্রেসক্রিপশান খুলে খেতে বসে; এটা নয়, ওটা মানা;
দুটো রুটি ছাড়া জুটবে না কিছু আগে কি ছিলো না জানা?
তড়িঘড়ি করে এরপর সে কি অফিসে ছুটলো; না!?
আহা! বসন্ত ফুটবে ফুটবে কিছুই ফুটলো না।।