আমি পদ্মা আর তুমি স্বচ্ছ যমুনার ধারা
দুটি স্রোত মিলিত হয়েছে প্রেমের বিন্দুতে,
বর্ষায় ছাপিয়ে ওঠা দুই কূল আত্মহারা
চলো ছুটে চলি পূর্ণতার বঙ্গোপসাগরে।
মাঝপথে পার্থিব পলির চর কেনো তোলো?
কেনো বাঁধতে চাইছো ঘর, ফসলের চাষ;
গড়ে তুলতে কী আগামীর প্রজন্ম আবাস?
নারী, তুমি বুঝি জীবনের পূর্ণতা চাও না?
কী হবে এখন আর ঘর বেঁধে প্রিয়তমা,
দু’জন যখন নিশিদিন চলেছি স্রোতের টানে;
বুঝেছি প্রেমের সুখজ্বালা, জীবনের মানে-
চলো তাই মিশে যাই দু’জন মহাসাগরে।
মন্তব্য করুন