‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’-
আমি আর তুমি হেঁটে হেঁটে যাচ্ছি ঘাসে ঘাসে,
পায়ে পায়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে
আনন্দে ভাসছে ঘাসফড়িং, আমার মন;
বৃষ্টিভেজা মাটির সুবাস চেতনায় সারাক্ষণ!
আমাদের সামনে-পেছনে-পূর্বে ও পশ্চিমে সবুজ প্রান্তর,
তোমার চুলের আকর্ষণে মেঘপুঞ্জ নেমে এসেছে ঐ দেখ,
কখন যে ভিজিয়ে দেয় সে, ভয়ে উদ্বিগ্ন অন্তর!
তোমার শাড়িতে লুটোপুটি দিয়ে যাচ্ছে জলদ হাওয়ারা
আমি চেয়ে আছি আর বাতাসকে হিংসে করছি।
চারিদিকে এতো গাঢ় সবুজের সমারোহ
নিজেকে হারিয়ে ডুবে যাচ্ছি অহরহ;
সবুজের সম্মোহন থেকে আমাকে বাঁচালে তুমি,
হাতছানি দিয়ে মনদৃষ্টি কেড়ে নিলে তোমার সবুজে।
দু’চোখের সমুদ্রে তলিয়ে যাচ্ছি হাতে হাত রেখে,
আর ফরহাদ হয়ে স্বপ্ন দিয়ে ভবিষ্যত যাচ্ছি এঁকে।
মন্তব্য করুন