বাতাস ভিজে গেছে শিমুলসৌরভে,
পলাশ আনন্দে ভাসছে বন;
কৃষ্ণচূড়াগাছে আগুন লাগা দেখে
রাধার মতো নাচে পাখির মন।
পাখিরা গান গায়, নদীর ঢেউ নাচে,
ফুলেরা উল্লাসে ছড়ায় বাস;
নতুন পল্লবে ভরেছে ডালপালা-
পড়েছে তার প্রেমে বুনো বাতাস।
বাতাস ভিজে গেছে শিমুলসৌরভে,
জোছনা তার ’পরে ছড়ায় রঙ;
পড়েছে খসে সব জরা ও জীর্ণতা,
শুকনো পাতা আর পুরনো জং।
২৫.২.২০১৬ সিরাজগঞ্জ
এখানে আপনার মন্তব্য রেখে যান