পথ ভুল হলে আশ্রিত হবো আকাশ পাড়ায়
আমার আবার হারাবার ভয়!
শুধু ভয় হয় তুমি না আবার মেঘ হয়ে যাও
বৃষ্টির মতো উপঢৌকনে ভিজলে উঠোন
ফেরানোর কোনো অযুহাত থাকবে না!
ফুল খুটে খুটে অবসরটুকু পার হয়ে গেলে
ব্যস্ততা হয়ে সামনে দাড়াও,
তড়িঘড়ি আমি ফুল ফেলে দিয়ে ব্যস্ততা ছুঁই
তখন তুমিই প্রিয় অবসর, ফুল হয়ে যাও;
প্রতি মুহুর্ত এভাবেই কেনো ভুল হয়ে যাও?