একান্ত বাক্যেরা-১৭ / সাইফ আলি

অনেক আলোর রঙ মেখে আমি আঁধারে ধুয়েছি মুখ;
অনেক দিনের গন্ধে আমার ভিজেছে জোনাক রাত-
তুমি আঁধার হয়ো গো রানী-
আমি রাজ্য বিছাবো পায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান