শিশিরে ভীষণ আঁধার জমেছে
আলোরা মেতেছে ওপাড়ায়,
মিছিল শিখেছে আপোষের সুর
শ্লোগানে কাঁপেনা ধমনীর জমা খুন!
নদীরা সরল, ঝরনা সরল এবং পাহাড়
এখন কেমন অবকাশ প্রিয়,
এখন কেমন আপোষের কারু
বেয়াড়া ষাড়ের বাঁকানো সিঙেও!
শিশিরে ভীষণ আঁধার জমেছে
কলমে ওঠাও সকালের তরজমা,
মিছিলে জাগুক দ্রোহের কবিতা
শ্লোগানে কাঁপুক ধমনীর জমা খুন।