আসুন
(এক টুকরো প্রশংসার রুটি ঝুলিয়ে দিয়ে)
আপনারা আছেন বলেই…
এই যে দেখুন, ভালো করে দেখুন এখানে;
আপনাদের বদান্যতায় বেঁচে আছে কোনোমতে!
(স্বপ্নেরা; মুমূর্ষু)
দেশের মঙ্গল! ওটা নিয়ে আপনারা ভাবেন,
আমাদের ছোটো মাথা-
সেকি উঠলেন?
চা না খেয়েই! (চারপায়ে) একটু দাঁড়ান;
এর চেয়ে বেশি আর পারবো না।
স্লামালেকুম স্যার (শুয়োরের বাচ্চা)
আবার আসবেন।