এই হৃদয়ের নিপূণ সুতোয়
বাজে বাজে বাজে তোমার সুর
হে প্রেমের আধার তুমি
নও নও নও কখনই দূর।।
তুমি আমার শাহরগেরও কাছে
তোমার চেয়ে আপন কি কেউ আছে
তোমার চেয়ে বাসতে পারে ভালো
নেই তো এমন প্রিয়।
তুমি আমার ভালোবাসার প্রথম রোদ্দুর।।
পথিক আমি পথ হারাতেই পারি
অন্ধকারে হারিয়ে যেতেই পারি
তুমি তো সেই পথের মালিক
পথের দিশা দিও।
তোমার নামে জিকির করে সফেন সমুদ্দুর।।
চলতে পথে ভুল হয়ে যায় কতো
তোমার কাছেই হচ্ছি অবনত
মালিক আমার তওবা কবুল করে
জান্নাতে ঠাই দিও।
তোমার গানে হোক জীবনের পেয়ালা ভরপুর।।
মন্তব্য করুন