আমার সঙ্গে যাওয়ার মতো
চাই একজোড়া তার পা’ও
যার হালকা চলার তালে
বাজে রুপোর মাদলটাও।।
আমার চোখের শূন্যতাতে
চাই কাজল দু’টো চোখ
যার অবাক চাহনিতে
আমার সকাল চুরি হোক
হোক ভরা বিকেলটাও।।
আমার আঙুল ছুঁয়ে চলার
চাই এমনই আঙ্গুল
যার নিপূণ বাধন পেলে
এই পথ হবে না ভুল
আবার শোধ হবে ভুলটাও।।
এখানে আপনার মন্তব্য রেখে যান