তবে চোখ বুজেছি / সাইফ আলি

আমি ঘুমিয়ে গেলেই নাকি
নামাও জোসনা উঠোন জুড়ে,
তবে চোখ বুজেছি প্রিয়
তুমি সাজাও আমার কুড়ে।

আমি বলবো কথা ভেবে
তুমি আড়াল খোঁজো যদি,
জানি আকাশ-বাতাস বোঝো
এবার একটু বোঝো নদী।

আমি খাঁচার পাখি করে
তোমায় রাখবো এমন ভয়?
তবে চোখ বুজেছি নামো
ভোলো মিথ্যে ও সংশয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান