শব্দ ছিলো জলের / সাইফ আলি

শব্দ ছিলো জলের
এবং গভীর তলের
শব্দ ছিলো মিহি
বাতাস চলাচলের।

শব্দ ছিলো মেঘের
বৃষ্টি ভেজা পাতার
এবং কিছু কথা,
কলম, খেরো-খাতার।

হঠাৎ কিযে বিকট
শব্দ; একি বোমার?
সভ্যতা নও রানী;
লজ্জা ঢাকো তোমার।

এখানে আপনার মন্তব্য রেখে যান