হৃদয় ভরে আছে তোমার সুঘ্রাণে,
কী হবে বলো আর ফুল দিয়ে;
মিষ্টি মধুমতী বয়েছে দুই প্রাণে,
কী হবে হেঁটে আর কূল দিয়ে!
কী হবে চৈতালি চকোর পাখি দিয়ে
যখন বুকে তুমি জুড়েছো গান;
রেখেছো বুঁদ করে সজল আঁখি দিয়ে-
কী হবে করে আর অমিয় পান!
কিসের বসন্ত, কিসের মধুমাস
যখন আছো তুমি বুক জুড়ে;
মিথ্যে ফুল আর পাখির উল্লাস
যখন আছো সব সুখ জুড়ে!
২৭.২.২০১৬ সিরাজগঞ্জ