কেবলি কোকিল আর কেবলি কুসুম
যে-বনে; যে-মাঠে
কেবলি শস্যের মেলা;
যে-আকাশে কেবলি ষোড়শী চাঁদ আর তার নিজঝুম
রূপের ঔজ্জ্বল্য; যে-জলে সাঁতার কাটে
কেবলি চিতল মাছ; সেখানে আমার হৃদয়ের হোলি খেলা।
আমার হৃদয় জোছনার মতো ঘুরে ঘুরে খেলা করে
পৃথিবীর সব সুন্দরে সুন্দরে।
১১.৯.২০১৪ মিলন মোড়, সিরাজগঞ্জ