আমার প্রিয় খাদ্য-খাবার
রাত বারোটার তারার পোলাও,
একটুখানি আঁধার নিয়ে
জোছনা এবং জোনাক গোলাও।
তোমরা কি সব খাচ্ছ টাকা
এবং দামি গয়না-গাটি,
আমি না হয় শিশির পায়ে
নদীর সাথে একটু হাঁটি।
আমার এখন গাছের সাথে
পাতার সাাথ চলছে আলাপ-
মানুষ নাকি বদলে গেছে
আগের মতো খাচ্ছেনা খাপ।
মন্তব্য করুন