এ আকাশ খুলেই দেখো / সাইফ আলি

এ আকাশ খুলেই দেখো কেমন শীতল জল পাওয়া যায়
সে জলে নামলে মায়া এবং কায়ার তল পাওয়া যায়;
এ ফেনা মেখেই দেখো সৈকতে কার গান শোনা যায়
একেলা বালির ঘরে বসে তারার জাল বোনা যায়।

তুমি কি একলা ঘরে একলা বেলা কাটাও একা
চোখে চোখ পড়লে তবে অন্তমিলের পাই গো দেখা
এ আকাশ খুলেই দেখো মিথ্যে মায়ার জাল বোনা নাই
এ ফেনা মেখেই দেখো সৈকতে কার গান শোনা যায়!

এ আকাশ তোমার মতোই বিষন্ন খুব নীলের আধার
তুমি হও চাঁদ যদি গো জোছনা নীলে হয় একাকার।

এখানে আপনার মন্তব্য রেখে যান