আমার ধর্ষিতা মেঘ তুই
আর কান্না করিস না,
তোর কাজল চোখে বোন
আর বৃষ্টি ধরিস না।
নেই দুঃখ বোঝার কেউ
তোর কষ্ট বোঝার কেউ-
এ কেমন আঁধার এলো
এলো এ কেমন রাতি
খুনিরা বগল বাজায়
অন্ধ জ্বালায় বাতি!
আর মানবাধিকারের নামে
ডাকতে থাকে ফেউ।।
সমাজের খড়ের চালা
ঘুনে খায় রাতারাতি;
ক্ষমতা-গদির মোহে
চলে রোজ হাতাহাতি।
আর নেতার উঠোন ভেজায় নাকি
উন্নয়নের ঢেউ!
বাজারে আগুন লাগে
হাজারে হাজার জাগে
পেটের ছুঁচো,
তবুও রাষ্ট্রযন্ত্র গণতন্ত্র তবলা বাজায়
করে বেশ নাকটা উঁচো!