বিকেল গড়ায় সন্ধ্যা নামে এটাই নিয়ম
কিন্তু তুমি নিয়ম ভাঙার খেলায় মেতে
আনলে ডেকে কেমন এ রাত-
এই দেখোতো, যাচ্ছে চেনা প্রাচীন এ হাত?
এ হাত যখন ফুল ছুঁয়েছে তখন তুমি সঙ্গে ছিলে
যখন কেবল স্বচ্ছলতায় পূর্ণ ছিলো;
কিন্তু এখন হাত বাড়ালে শূন্যতারা আসর জমায়
এবং কি সব দ্রোহের বায়ু কাব্য পাঠে মত্ত থাকে।
তোমার চোখে রাত দেখেছি তারার সে রাত
জোছনা এসে জাল বুনেছে নিপূণ মায়ায়
কিন্তু এখন নিয়ম ভাঙার শূন্য এ রাত
কেমন যেনো মগ্ন কেবল নিজের ছায়ায়।