ফালতু কথা বাদ দেন
পারলে কামে হাত দেন,
উন্নয়নের গপ্প ছেড়ে
পারলে দু’মুঠ ভাত দেন।
বাজার দরে জল দেন
গাছ না কেটে ফল দেন,
কিন্তু এ কি পোলার হাতে
মানুষ মারার কল দেন!?
কথায় কথায় আশ দেন
ছাগল ভেবে ঘাস দেন,
এ সব নিয়ে বললে কিছু
বাঁশ তো বারমাস দেন।
এবার একটু ক্ষ্যান্ত দেন
অনেক মধুর জ্ঞান তো দেন,
কিন্তু তাতে চলবে ক’দিন
ভাত না পারেন ফ্যান তো দেন।