শিকড় / সাইফ আলি

চোখ বুজে যে কাটছো শিকড়; শিকড়টা কার?
পড়বে যখন নিজেই ধ্বসে তখন তোমার
ফিরবে চেতন-
বিজয় কেতন থাকবে তখন ধুলায় লুটায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান