আমি চাই
ভোরের প্রথম ডাকে জেগে ওঠো তুমি
তারপর দোয়েল হও
তোমার শিশের শব্দ আমার কানে পৌছতেই
আমি গাছেদের মতো আড়মোড়া ভাঙি
বাতাসে ভেসে বেড়াক শিশির এবং সুগন্ধ তোমার
তুমি ফুল হও
আমি বুক ভরে শ্বাস নিই
চোখ মেলতেই তুমি আলো
আমার প্রথম সকাল
এরপর দুপুর
বিকেলের অবসরে এক কাপ ধোয়া ওঠা চা
সন্ধ্যার পাখিদের নীড়
রাতের আকাশ-
আমি চাই
তুমি সুখ হও
আমি হই সুখের আধার।