মুছবে না দাগ
যদি না তোমার স্রোতের আঘাত লাগে।
ওগো নদী,
তোমার চলার মন্ত্রে আমার স্বপ্ন শিশুরা জাগে-
তুমি বয়ে যাও রয়ে যাও তবু
ক্ষয়ে যায় ব্যথাগুলো,
নিরবে ভাসাই তোমার শরীরে
হতাশার মেঘধুলো।
ওগো নদী,
তুমি কি কখনো ভুগেছো এমন অবেলার অনুরাগে?
নদী ও নারীর অর্থ বুঝিনি
খুঁজিনি অন্তমিল,
তবু জোছনায় একসাথে দেখি
তরঙ্গ ঝিলমিল।
এখানে আপনার মন্তব্য রেখে যান