পথভোলা কেউ, হয়তো আমিই
মনভোলা কেউ, হয়তো বাতাস
কিংবা বাতাস পথ ভুলেছে
নয়তো আমিই মনভোলা হই
মনের মতো পথের ধুলো
হয়তো বুকে ঘুরছে বাতাস-
কিংবা আমি বাতাস ছিলাম
পথ ভুলেছি ধুলোর মায়ায়।
মিলছে না ঠিক
কোনটা সঠিক
বাতাস নাকি ধুলোর মায়া
ভুল করে কি লেপ্টে আছে
পথের বুকে আমার ছায়া?