হাতের মুঠোয় জোনাক
আহা! সুখ নেই-
করো তদবির, ভেজা ঝাওবন দোলা বাতাসের শোনো গল্প;
পাশে লাউফুল আর কুমড়োর মাচা রসায়ন ঘেরা দ্বন্দে, শোনো গল্প
চোখে ইমারত ঠেলা আকাশের ছেঁড়া আচলের কিছু গল্প
ঠোঁটে হীম হীম কিছু কুয়াশার মরা অনুভুতি নেয় নিশ্বাস।
হাতের মুঠোয় গুগোল
আহা! সুখ নেই
দাও সার্স দাও গোটা পৃথিবীর সব আনাচে কানাচে গলিতে
আছে ফুটপাত আছে সড়কের মোড়া কালোপিচ সে কি ব্যস্ত!
আছে মনুমেন্ট আর দিবসের সব রঙিন ব্যনার ফেস্টুন-
আছে মনুষের এক শুকনো জীবন কাগজের নোটে মোড়ানো।