এখানে কেউ নেই
এখানে কিচ্ছু নেই
এখানে স্বপ্নেরা এসে ভেঙে গেছে শুরুতেই
এখানে ফুল নেই
নেই কোনো ভোমরা
তবু কিসের আশায়
কোন সে ভালোবাসায়
ফিরে আসো তোমরা।
এখানে অন্ধকার
বন্ধদার
অন্তসার শূন্য মিথ্যেরা
এখানে মৃত্যু আর
হতাশার
কাব্যরা পায় আশকারা
তবুও কোন আশায়
কিসের নেশায় হও ঘরছাড়া?
এখানে মিথ্যে সব প্রতিশ্রুতি
অনুভুতি যায় লাশ হয়ে
প্রেমের সব ঠিকাদার
পেশাদার খুনি তারা
তবুও কোন আশায়
কিসের নেশায় হও ঘরছাড়া?