তোমার স্নিগ্ধতায় আমার ভালোবাসা
তোমার উষ্ণতায় আমার যতো আশা
সব রাখো যতনে
সামলে মনের কোনে
ও প্রিয়… ও প্রিয়…….
তুমি আমার ছোট্ট ঘর
আমার একলা চরাচর
আর জোছনা ধোয়া মেঘ
আমার আনন্দ উদ্বেগ
আমি তোমার আচলে
রাখি আমার সুখ-সময়
আমার দুঃখ আমার ভয়
আমার জয় বা পরাজয়
সব রাখো যতনে
সামলে মনের কোনে
ও প্রিয়… ও প্রিয়…….
আমার মুক্ত এক জীবন
তুমি হওনা ঝিনুক মন
রাখো তোমার অন্দরে
আমি খামোশ চুপ করে
বসে রবো-
রাখো তোমার স্নিগ্ধতায়
আমার ভালোবাসা
আর বুকের উষ্ণতায়
আমার যতো আশা
ও প্রিয়… ও প্রিয়…….