হলুদ পাখিটাকে দেখলে মায়া হয়
কেনো সে ডালে ডালে ঘুরছে প্রেমহীন,
আমি কি সুবিশাল প্রেমের ভান্ডার
মেলিয়ে রাখলাম তবু সে দেখলো না!
পাখির চোখদুটো কেমন বোকা বোকা
ঠোঁটের পাশ ঘেঁসে লতার রঙঢঙ-
ডানার ভাঁজ খুলে যদি সে উড়ে যায়
পাতায় জাগে তার প্রেমের কম্পন!
হলুদ পাখিটাকে পুষবো অন্দরে;
জানো সে কোন মায়া-মন্ত্রে পোষ মানে?