সখ / সাইফ আলি

সখ করেছে বৃষ্টি হবি
সখের বাড়ি তালা
আগুন-টাগুন জ্বালারে মন
আগুন টাগুন জ্বালা
সখ করেছে…. সখ করেছে….

সখ করেছে পাখির মতো মস্ত ডানা মেলে
রাত বিরাতে চাঁদের বাটি উল্টে দিবি ঢেলে
তবে দে না; এখন তো তোর পালা
আর না হলে মিছিল করেক
আগুন টাগুন জ্বালা।।

সখ করেছে বাতাস হবি তুলবি জলে ঢেউ
শাপলা ছুঁবি শালুক ছুঁবি চড়বি জাহাজেও
তবে হ না; এখন তো তোর পালা
আর না হলে মিছিল করেক
আগুন টাগুন জ্বালা।।

সখ করেছে সখের বসে যা ইচ্ছে তাই কর
কিন্তু ছুঁবি ভোটের ব্যালোট; ছি ছি কানে ধর।
সাহস তো খুব শালা
ভোটের বাক্সে তালা।

এখানে আপনার মন্তব্য রেখে যান