ওগো অন্তরালের পাখি
তুমি ঘুমাও কেমন কোরে!
জাগো দোহায় লাগে তোমার
আমি জাগবো তোমায় ধরে।
দেখো আকাশ কেমন কালো
আর বইছে বাতাস ভারি-
তুমি ঘুমাও কেমন কোরে
ওগো অবুঝ স্বপ্নচারী!
জানি অন্তরালের পাখি
তুমি মেললে তোমার ডানা
এই আকাশ হবে তোমার
আর বাতাস চলার সাথী।