তুমি পণ্য হতে চাচ্ছো কেনো নারী
নাওনা এ মন, দুঃখ-সুখের সমান অংশীদারি
তুমি বিজ্ঞাপণের লাস্যময়ী নও
এই হৃদয়ের জমিদারী তোমায় দিলাম
তুমি আমার এক পৃথিবী হও।
তোমায় যে বা পণ্য কোরে ব্যবসা বাড়ায়-
তুমি কাঠের পুতুল কেনো তার ইশারায়?
স্বাধীনতার এ কোন ধোঁয়া তোমার চোখে!
প্রশ্ন করো নিজের কাছে নিজকে বেচে
কি পেয়েছো লক্ষ চোখের নজর কাড়ি?
তুমি আমার হওনা প্রিয় স্বপ্ন-বাড়ি।