ঐ দূর পাহাড়দেশে / সাইফ আলি

ঐ দূর পাহাড়দেশে
প্রথম সূর্য সকালের
পাথর ভেঙে নামা ঝর্ণা আর
নাম না জানা শত ফুল সমাহার
তোমার মহিমা করে বর্ণনা
আমি নির্বাক চেয়ে রই…

আমি দেখেছি পাখিরা দূর আকাশের গায়
সাবলিল ডানা মেলে উড়ে যায়-
কোটি কোটি তারা চোখে বিমুগ্ধ মন
রহস্যে ঘেরা ঐ রাতের মায়ায়!
আমি ক্ষুদ্র, আমি কিছু নই…

নীল সাগরের বুক জোড়া প্রাণের মেলা
ঢেউ তার সৈকতে আছড়ে পড়ে,
লাল কাকড়ার মোহ জীবন আমার
বালুর স্বপ্ন নিয়ে প্রাসাদ গড়ে!
প্রভূ, সে প্রাসাদ ভেঙে যায় যাক না স্রোতে
তুমি ঠাঁই দিও ভালোবেসে…

এখানে আপনার মন্তব্য রেখে যান