পারো যদি তুমি ভুলে যাও / সাইফ আলি

ভুলে যাওয়া খুব সহজ ভাবছো বন্ধু!
পারো যদি তুমি ভুলে যাও;
ভুলতে দেবোনা আমাকে
যেভাবে কখনো ভুলতে দেয়না পাখিরা
এবং ফুলেরা যদিও তাদের সময় গিয়েছে ফুরিয়ে-

ভুলে যাওয়া খুব সহজ হবেনা রাতকে
এবং বিপদে পাশে থাকা প্রিয় হাতকে;
ভুলে যাবে তবু? যাও দেখি যদি পারো-
বাতাসের মতো ভালোবেসে আমি অপচয় হবো আরো।

ভুলে যাবে তুমি মাটির গন্ধ
বৃষ্টি মাখানো ‍দিন!?
আমিতো ক্রমেই রোদ্রের মতো
বাড়িয়েই যাবো ঋণ।

ভুলে যাওয়া খুব সহজ ভাবছো বন্ধু!
পারো যদি তুমি ভুলে যাও;
আমি হয়ে যাবো প্রেমের চিহ্ন
পরিচিত ইশারাও।