ফেরি করি সুখ
সাজানো অসুখ
বাঁধা পোট্রেট
প্রেমিক শামুক
এবং কিছুটা নীল ফেরি করি
কিছুটা সাগর
প্রজাপতি ঘোর-
আমি
ফেরি করি ফুল
প্রিয় তুলতুল
পুতুলের হাত
কিছুটা আঘাত
প্রিয় শাসনের-
ঝরে যাওয়া ফুল
এবং ডালের
কুয়াশায় ভেজা
খুব সকালের;
এবং পালক
রঙিন বালক
ছুঁয়ে দেয় যারে
ভালোবেসে খুব।
আমি
ফেরি করি সব
অনুভুতিদের
তোমরা যাদের
করো অনুভব।
আমি
ফেরিওয়ালা এক
স্বপ্নের আর শব্দের-