কোথাও মানুষ সাগর ছুঁয়ে / সাইফ আলি

কোথাও মানুষ সাগর ছুঁয়ে
মাপছে নিজের নীলের সীমা;
কোথাও আবার খেলার ছলে
করছে হাসির জীবন বীমা!

কোথাও আকাশ আঁধার আবার
কোথাও আঁধার কারো আকাশ,
কারো দু’টো চোখ মেঘ ছুঁয়ে আর
হৃদয় জুড়ে উটকো বাতাস।

রঙধনু তার সাতরঙে যার
করলো রঙিন ভেজা জানালা,
তার কাছে প্রেম-অমৃতরস
হয়তো সকল বিষ-পেয়ালা।

এখানে আপনার মন্তব্য রেখে যান