আবেগ তোমার গন্ধ কেমন? ছন্দ কেমন?
বেগের সঙ্গে দন্দ্ব কেমন?
সেদিন কে যে বললো ডেকে
রাতের আবেগ বড্ড খারাপ;
জাগলে তখন খ্যাল থাকে না
পূণ্য কিসে, কোনটা বা পাপ-
তাই বলে কি দিনের বেলা
বন্ধ থাকে তোমার খেলা?
সেটাও তো না।
কিন্তু তুমি কোথায় থাকো
কেমন কোরে কোন বা ভাষায় অমন ডাকো
যায় না ফেরা;
আবেগ তোমার আস্তানাটা কোথায় বলো,
কোথায় ডেরা?