মাটিকে দিওনা পুষ্পাধারের দায়িত্ব থেকে অবসর
মেঘকে বোলোনা এবেলা বৃষ্টি বন্ধ হলেও চলবে
গাছকে কোরোনা পরাধীন এক রাষ্ট্রের অধিবাসী
আমাকে বোলোনা মিথ্যে কখোনো- ভালোবাসি, ভালোবাসি…
ফুলকে বোলোনা জাতিসংঘের মিছে অনুদান কুড়াতে
জ্বেলোনা অমন ছলনার ধুপ শান্তিচুক্তি পুড়াতে
বাতাস কেনোবা অমন অসুখ বয়ে নিয়ে যাবে বলো?
যে অসুখ পারে কান্না থামাতে বানিয়ে লাশ আর বোবা!
বলোনা- সাগর, তুমি নাও শুধু দুঃখ; আমরা হাসি
আমাকে বোলোনা মিথ্যে কখোনো- ভালোবাসি, ভালোবাসি…