আকাশকে ডেকে ডেকে বোলোনা মন
আকাশ কেনো এতো নীল
সাগরকে ডেকে ডেকে বোলোনা মন
সাগর কেনো ঝিলমিল
পারলে নিজেকেই প্রশ্ন করো কেনো
তোমার মাঝে এতো গড়মিল।।
তুমি বাতাসের মতো কেনো চঞ্চল আর
আকাশের মতো নীল বেশুমার
সাগরের মতো কেনো ঢেউ তোলো বলো
আর রাতের মতো কেনো স্বপ্ন আধার।।
বলো তোমার মাঝে এতো গড়মিল-
পাহাড়কে ডেকে ডেকে বোলোনা মন
কেনো ঝর্ণা বুকে সে হয়না শীতল
বনান্তে যেয়ে তুমি বোলোনা তাকে
কেনো একান্ত বুকে তার এতো কোলাহল।।
পারলে নিজেকেই প্রশ্ন করো কেনো
তোমার মাঝে এতো গড়মিল।।
তুমি পাহাড়ের মতো কেনো কঠিন সবুজ আর
বনান্ত বরাবর নিজেকে মাপো
অনেক আঁধার নিয়ে বুকের কাছে
কেনো মধ্য দুপুর রোদে একলা কাপো!
বলো তোমার মাঝে এতো গড়মিল-