বেশ তো বাতাস যাচ্ছো বয়ে
যাচ্ছো সময় ক্ষয়ে ক্ষয়ে
যাচ্ছো আকাশ মেঘলা হয়ে
বৃষ্টি হবে নাকি হবে না আর…
ও মন তোর জানলা খুলে রাখ না
তোর পর্দা তুলে রাখ না;
আসুক বাতাস, আসুক না মেঘ
আসুক রাতের কমল আবেগ
যাক বৃষ্টি ভিজে যাক না…
যাক না ধুয়ে সব হাহাকার।
দুঃখরা সব রাতের পেঁচা
একলা একা পারলে চেচা
ডাক শুনে তোর আটকাবে দোর
খুলবে না সে-
মিথ্যে ভালো থাকার মায়ায় ভুলবেনা সে-
আর কথনো এমন কোনো
মিথ্যে আলো তুলবে না সে।
ও মন তুই সত্যিকারের ঝড়-বাদলে পারলে ভিজিস
ভুগিস জ্বরে, জ্বরের ঘোরে এ গান শুনিস-
‘মেঘলা আকাশ; বৃষ্টি ভালোবাসা যে তার
মাখলে গায়ে ভরবে রে মন জলের আধার।’