তুমি ভুলেছো যে পথ
ভুলেছো যে ঘর
সেই পথ ডাকছে তোমাকে
সেই ঘর ডাকছে তোমাকে
তুমি সাড়া দেবে কি
সাড়া দেবে কি
সাড়া দেবে কি সেই ডাকে?
দেখেও দেখোনা তুমি
শুনেও শোনোনা
বুঝেও বোঝোনা তুমি
নিজেকে খোঁজোনা।।
তুমি তো ভুলোছো মন
যে তোমাকে সারাক্ষণ
ভালোবাসে তাকে-
তামাম জাহান জানে
জানে চাঁদ তারা
তুমিও তো জানো মন
কার এ ইশারা।।
তবুও কিভাবে বলো
নিজেকে আঁধারে ঢেকে
ভুলে থাকো তাঁকে-
তুমি ভুলেছো যে পথ
ভুলেছো যে ঘর
সেই পথ ডাকছে তোমাকে
সেই ঘর ডাকছে তোমাকে
তুমি সাড়া দাও আজ
সাড়া দাও আজ
সাড়া দাও আজ সেই ডাকে?