আমি গাইতে পারিনা
তবু গুনগুন করে গাই
তুই রাখনা ঢেকে ঐ
তোর চাঁদটা মেঘপাড়ায়।
তোর আচল জোছনা
দোলে দখিনা হাওয়ায়-
আর চুলের আঁধারে
আমি হারাই নিরুপায়।
তোর পর্দা দোলানো
চোখ মায়ার জাদুকর
আমি ক্ষুধার্ত হাঙর
ভাসি আবার ডুবে যাই।
আমি গাইতে পারিনা
তবু গুনগুন করে গাই
তুই রাখনা ঢেকে ঐ
তোর চাঁদটা মেঘপাড়ায়।
তোর আচল জোছনা
দোলে দখিনা হাওয়ায়-
আর চুলের আঁধারে
আমি হারাই নিরুপায়।
তোর পর্দা দোলানো
চোখ মায়ার জাদুকর
আমি ক্ষুধার্ত হাঙর
ভাসি আবার ডুবে যাই।