যদি ডাকো
বৃষ্টিতো আসবেই
মেঘমালা হুড়মুড় লুটোপুটি খাবে
এমনটা ভেবে আছো বসে;
এদিকে তোমার সব ভিটেমাটি
সামান্য স্রোতে যায় ধ্বসে!
ওগো মহারানী…
দাসেরা তোমার রূপে বিগলিত হয়;
বেপোরোয়া প্রজাপতি কোনোদিন ফিরেও দেখেনা!
যদি ডাকো
বৃষ্টিতো আসবেই
মেঘমালা হুড়মুড় লুটোপুটি খাবে
এমনটা ভেবে আছো বসে;
এদিকে তোমার সব ভিটেমাটি
সামান্য স্রোতে যায় ধ্বসে!
ওগো মহারানী…
দাসেরা তোমার রূপে বিগলিত হয়;
বেপোরোয়া প্রজাপতি কোনোদিন ফিরেও দেখেনা!
মন্তব্য করুন